অনলাইন ডেস্ক :
ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে লাল পাঞ্জাবি পরা, মাথায় হেলমেট এবং পিঠে ব্যাগ নিয়ে অংশ নিতে দেখা যায় বেশ কিছু যুবককে। ওরা আসলে কারা? পরিচয় কী? কাদের পক্ষে অংশ নিতে তারা এসেছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে গোয়েন্দারা।
আশপাশের মার্কেটের সিসিটিভির ফুটেজ, সাংবাদিকদের ভিডিও দেখে এদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এই হেলমেটধারীদের খুঁজে পাওয়া গেলে পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে। কারণ তুচ্ছ ঘটনা থেকে এত বড় সংঘাত হতে পারে না। নিশ্চয় এর পেছনে তৃতীয় পক্ষের কোনো ইন্ধন আছে। আর এই তৃতীয় পক্ষই হলো ইন্ধনদাতা।
অতি উত্সাহী হামলাকারীদের পরিচয় নিশ্চিত হতে কমপক্ষে ১০ জন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফুটেজ দেখে কয়েক জন হামলাকারীকে চিহ্নিত করা হয়েছে। তারা দোকানদার নাকি হকার, নাকি বহিরাগত, সে বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি নিউমার্কেটে ফাস্টফুডের ঘটনায় মারধরের শিকার হওয়ার পর ক্যাম্পাসে ফিরে মিথ্যা তথ্য প্রচার করে উত্তাপ সৃষ্টি করা তিন ছাত্রকেও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্হা নেওয়া হচ্ছে।