হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি'র (নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরা) ২০২৫ সেশনের বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু রাসেল আসকারী'র সভাপতিত্বে এবং কো-অর্ডিনেটর মাওঃ এম মিরাজ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইসরাইল আশেক মাকফুর, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের সহ: শিক্ষক মাওঃ: আনোয়ারুল ইসলাম, হেরার আলো ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি'র সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার আকবর হোসেন, এম জে এফ নলতা, কালিগঞ্জ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক আজহারুল ইসলাম, হাফেজ মাও: রজব আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মণ্ডলী।
প্লে-গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল অধ্যক্ষ আবু রাসেল আসকারী । মোট ২৩৯ জন শিক্ষার্থী ২০২৫ সেশনে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে উন্নীত হয়।
শিক্ষার্থীদের মেধা, মনন ও আদর্শকে বিকশিত করার জন্য অধ্যক্ষ মহোদয় অভিভাবকদের সহযোগিতা কামনা করেন।
অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পরিচালনা পর্ষদ, শিক্ষক ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
সর্বশেষ সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী গনতন্ত্র ও মাতৃভূমির আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে গভীর শোক জ্ঞাপন করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।