নশ্বর এই জীবনটাকে ভালোবাসি
স্বপ্নটাকে বাচিয়ে রাখতে
পদে পদে দুরত্বটাকে বজায় রাখি
মেপে মেপে চারপাশেতে বৃত্ত আঁকি
৪ ফুটের শর্ত মেনে সবার থেকে
দুরে থাকি।
নুতন দিনের স্বপ্ন বুনে
শীষ দিয়ে যায় ভোরের পাখি
জীবনটাকে বাজি রেখে
যুদ্ধ জয়ের স্বপ্ন দেখি।
তোমার যুদ্ধ আমার যুদ্ধ
জনতার জনযুদ্ধ
ঘরে থাকার দুরে থাকার
কর্মহীন অসহায়ের পাশে থাকার
কৃষক ভাইয়ের কাজ লাগার
ব্রত নিয়ে পথ চলার সময় এখন
তোমার আমার। সময় এখন
অনাবাদি সকল জমি চাষাবাদের।
সময় এখন সব জনতার
যুদ্ধ জয়ের স্বপ্ন দেখার
সময় এখন সীমাবদ্তার উর্দ্ধে উঠে
ছোট বড় সকল যোদ্ধার
পাশে থাকার ।
সময় এখন যুদ্ধে যাবার
তোমার আমার আমজনতার
যুদ্ধ এখন ঘরে থাকার।
মনোবল চাঙা রাখার
দরকার খুব দরকার
ভেঙে পড়া মনোবল
জোড়া লাগা দরকার
ঘরে ঘরে দূর্গ গড়ার দরকার।
গর্জে উঠুক আর একবার
৭১ এর হাতিয়ার
বীর বাঙালির ইতিহাস
দেশপ্রেমের ইতিহাস
বীর বাঙালির ইতিহাস
যুদ্ধ জয়ের ইতিহাস।
এ ইতিহাস লেখা হবে বার বার।