নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি সাতক্ষীরা সদর উপজেলা শাখার সভাপতি গ্রাম ডা. আলমগীর হোসেন (৫০) রবিবার রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানাগেছে, দক্ষিণ কোরিয়ায় থাকা তার একমাত্র পুত্রের দেশে আসার পর সোমবার আলমগীর হোসেনের জানাযা ও দাফন সম্পন্ন হবে। গ্রাম ডাক্তার আলমগীর হোসেনর অকাল মত্যুতে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, সহসভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, যুগ্ম সম্পাদক অনির্বাণ সরকার, নান্টু পদ পাল, সাংগঠনিক সম্পাদক অপূর্ব মজুমদার, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, আব্দুল খালেকসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি অহেদুজ্জামান, সাধারণ সম্পাদক এম এ হাসান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনসহ সদর উপজেলা কমিটির সকল সদস্যবৃন্দ, পৌর কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, জেলা সদস্য ও আলিপুর ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম, মফিজুল ইসলাম, রিপন ঢালী, ফারুক হোসেন, শামিমা সুলতানা, লাবসা ইউনিয়ন সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ জেলা, সদর উপজেলা এবং পৌর শাখার নেতৃবৃন্দ।