বিনোদন ডেস্ক:
টালিপাড়ার গণ্ডি ছাড়িয়ে এবার হিন্দি ছবিতে অভিনয় করতে চলেছেন রোহান ভট্টাচার্য। এ কারণে এ মুহূর্তে ছোট পর্দায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
ভারতীয় টিভি পর্দার মাধ্যমে অভিনয়ের জগতে পা রাখলেও রুপালি পর্দায় নিজের ক্যারিয়ার গড়তে চান অভিনেতা রোহান। তার সুদক্ষ অভিনয়ের মাধ্যমে এরই মধ্যে তিনি ভারতীয় বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।
সে জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে অভিনয় করেছেন টালিপাড়ার সিনেমায়ও। তবে সে গণ্ডি ছাড়িয়ে এবার হিন্দি সিনেমায় অভিনয় করছেন তিনি।
তার অভিনীত হিন্দি সিনেমার নাম ‘শূন্যক’। এ সিনেমা পরিচালনার দায়িত্বে রয়েছেন সম্রাট দাস এবং অভিজিৎ ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে তাদের পরিচয় রানা ও শ্যাম নামে।
হিন্দি সিনেমায় অভিনয় করার আগে কালীঘাটে পূজা দিয়েছেন এ অভিনেতা। সে মুহূর্তের ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্টও করেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, প্রথম হিন্দি সিনেমায় অভিনয় করা নিয়ে বেশ উত্তেজিত রোহান। থ্রিলারধর্মী এ সিনেমার প্রায় পুরোটাই শুটিং হবে কলকাতার বাইরে মুম্বাইয়ে এবং সিকিমে।