প্রেস বিজ্ঞপ্তি: আবহাওয়ার প্রতিকুলতা কাটাতে সাহায্য করতে পারে সবুজ বনায়ন। সেই লক্ষ্যে প্রতিদিন কনো না কোনো যায়গায় গাছের চারা প্রদান করছেন হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার পরিচালক, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। তারই ধারাবাহিকথায় বৃহস্পতিবার সকাল ৯টায় ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষক মিলিয়ে উপস্থিত সকলের মাঝে গাছের চারা প্রদান করেছেন শেখ এজাজ আহমেদ স্বপন। গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম, সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল,সহকারি শিক্ষক, গীতা রানী সাহা মো. হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, আজহারুল ইসলাম, শামীমা আক্তার, অরুন কুমার, কনক কুমার ঘোষ, নজিবুল ইসলাম, ভানুবতী সরকার, খালেদা খাতুন, শহিদুল ইসলাম, মৃনাল কুমার, প্রমুখ। গাছ বিতরণ কালে সাতক্ষীরার ধুলিহর ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা বৃক্ষ রোপনের প্রয়োজনীয়তা অনুভব করে বৃৃক্ষ রোপনে উৎসাহি হচ্ছে। এ ধরনের দেশ ও দশের জন্য কল্যানকর। তাই সেঞ্চুরী হাসিমুখের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং বসন্তপুর নদীবন্দর কমিটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন গাছের চারা বিতরণকালে বলেন, ‘বিগত বছরের ন্যায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচী চলমান রেখেছে, যা আগামীতেও অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘শিশুদের গাছ লাগাতে বেশি বেশি উৎসাহিত করতে হবে। আমাদের সম্মিলিত প্রচেষ্টা আমাদের পরিবেশকে সুন্দর আগামীর জন্য উপহার দিয়ে যাব।