নিজস্ব প্রতিবেদক: কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গাছের চারা বিতারণ করেছেন হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পরিচালক এবং জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কামাননগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এলাকাবাসির মধ্যে এ গাছের চারা বিতারণ করা হয়। ‘বাড়ি বাড়ি গাছের চারা রোপন কর্মসূচি’র অংশ হিসেবে কামালনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রাঙ্গণে এলাকাবাসির মধ্যে গাছের চারা বিতারণ করা হয়। এসময় শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, ’’গাছ লাগান ও গাছের পরিচর্যা করুন, এমন ভাবে গাছ লাগান যাতে কোনো যায়গা খালি না থাকে”। এসময় উপস্থিত ছিলেন মো. কামরুজজামান, মো. মাজেদ, মো. সবুর , মোছা. দোলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত
পূর্ববর্তী পোস্ট