সাতনদী ডেস্ক: সাতক্ষীরা জেলা সেলুন মালিক সমিতির সদস্যদের মধ্যে কাজের সামগ্রী ও গাছের চারা প্রদান করেছেন হাসিমুখ সেঞ্চুরী-সাতক্ষীরার পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষায়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স¦পন। রবিবার বিকাল ৪ টায় উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসিমুখ সেঞ্চুরী-সাতক্ষীরার পরিচালক ও জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষায়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স¦পন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জি এম নূর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ’র সহ-সভাপতি মীর মোস্তাক আলী। এসময় উপস্থিত ছিলেন সেলুন মালিক সমিতির সভাপতি ভৈরব দাশ, স্বপন কুমার বিশ^াস, সাধারণ সম্পাদক সেলুন মালিক সমিতি, সদস্য সুকুমার বিশ^াস, সনদ্বীপ বিশ^াস, নিতাই রায়, জাহাঙ্গীর হোসেন, সুভাস রায়, হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরার পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসকে বাবু, জিএম আমিনুর, মো: মোস্তাফিজুর প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হাসিমুখ সাতক্ষীরা ২০০০ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রুটি, করোনাকালীন সময়ে সবজি ও বর্তমানে গাছের চারা বিতরণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উল্লেখ্য যে, সেলুন মালিক সমিতির সদস্য ৭৭ জনের মধ্যে কাজের সামগ্রী ও গাছের চারা বিতরণ করা হয়। প্রথম পর্যায়ে ও দ্বিতীয় পর্যায়ে মোট ১০০ জনকে বিতরণ করা হয়েছে।