এস,এম মুকুল ব্রহ্মরাজপুর: সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার বসন্তপুর নদী বন্দর কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণের পূর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও আহ্বায়ক শেখ এজাজ আহমেদ স্বপন। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে নিজেদের বেচে থাকা ও ভবিষ্যত সুন্দর পৃথিবীর সার্থে সাম্প্রতিক সময়ে আবহাওয়ার প্রতিকূলতা কাটাতে সাহায্য করতে পারে বনায়ন এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে তিনি নিজে গাছ লাগান আর অন্যদের গাছ লাগাতে উদ্বুদ্ধ করেন। সভাপতি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই গাছ তোমাদের সম্পদ তাই এই গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যার করতে হবে। এসময় উপস্থিত ছিল বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সুধীজনরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রমেশ সরদার।