সাতনদী ডেস্ক: নৈকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরা ও আ.লীগ লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান করেছেন। রবিবার (২০ আগস্ট) বেলা ১২ টায় নৈকাটি দক্ষিণপাড়া সূর্যমুখী যুব সংঘের আয়োজনে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন শেখ এজাজ আহমেদ স্বপন। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাফফর রহমান ও সহকারী শিক্ষক ইউনুস আলী, সহকারী শিক্ষক প্রদীপ কুমার ভদ্র, নৈকাটী যুব সংঘের ফয়সাল হোসেন, জুবায়ের ইসলাম বাদশা, মেহেদী হাসান, ইমন হোসেন, আলমগীর হোসেন, সোহেল হোসেন প্রমুখ। প্রধান অতিথি ছাত্রছাত্রীদের গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যা করতে আহবান জানান। পরে উপস্থিত ছাত্র- ছাত্রীর মাঝে বৃক্ষ প্রদান করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষ রোপন করেন।