
সাতনদী অনলাইন ডেস্ক: এক বছর আগেই বিয়ের দিন নির্ধারণ করা ছিল। সে মোতাবেক চলছিল সব প্রস্তুতি। কিন্তু সময় ঘনিয়ে আসার পরই বরের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে। এখন উপায় কি? এদিকে পার হয়ে যাচ্ছে বিয়ের লগ্ন।
তাই আর দেরি না করে একেবারে পিপিই পরে বিয়ের মঞ্চে চলে গেছেন কনে। পরে, হাসপাতালের ওয়ার্ডেই সীমিত পরিসরে দুজনের বিয়ের আয়োজন করা হয়েছে। এমনই এক বিয়ের সাক্ষী থেকেছে ভারতের কেরালা।
এনডিটিভির খবরে বলা হয়, বর সরথমন করোনাভাইরাসে সংক্রমিত হয়ে কেরালার আলাপপুঝা ভ্যান্ডানাম সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পরে, হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে স্থানীয় সময় রোববার (২৫ এপ্রিল) হাসপাতালের করোনা ওয়ার্ডের একটি বিশেষ কক্ষে ওই বিয়ের আয়োজন করা হয়।
প্রথা অনুসারে বর সরথমন কনে আভিরামিকে মঙ্গলসূত্র পরিয়ে দেন। এ সময় বরের মাও সেখানে উপস্থিত ছিলেন। কড়া নিয়মকানুনের মধ্যে ডিস্ট্রিক্ট কালেক্টর ও হাসপাতাল কর্তৃপক্ষ বিয়ের অনুমতি দেয়।
সরথমন মধ্যপ্রাচ্যে কর্মরত। বিয়ে উপলক্ষে তিনি ভারতে আসেন। করোনায় সংক্রমিত হওয়ার পরে তিনি কোয়ারেন্টাইনে ছিলেন। শ্বাসকষ্ট হওয়ায় তাকে গত বুধবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়।
বিয়ের অনুষ্ঠানের পর আভিরামি তার চাচার বাসায় ফিরে যান। তার স্বামী সরথমন হাসপাতালেই রয়েছেন।