নিজস্ব প্রতিবেদক: দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে করোনা প্রতিরোধে জনসচেতনতায় র্যালী ও মাস্ক বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৪টায় ৫ নং ওয়ার্ড যুবলীগ ও হাদিপুর যুব উন্নয়ন মানব কল্যাণ সংঘের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাদিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালী সাতক্ষীরা-কালিগঞ্জ মহা সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে হাদিপুর যুব উন্নয়ন মানব কল্যাণ সংঘে এসে শেষ হয়।
অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৫নং ওয়ার্ড ইউপি সদস্য আসমাতুল্লাহ আসমান।
এসময় উপস্থিত ছিলেন হাদিপুর যুব উন্নয়ন মানব কল্যাণ সংঘের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রাম সুন্দর ঘোষ, শিক্ষক কৃষ্ণপদ সরকার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক হাসানুজ্জামান, ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি নুর হোসেন, যুবলীগ নেতা শুম্ভ নাথ ঘোষ, ফজর আলী, সিরাজুল ইসলাম, মামুন মোড়ল, ঝন্টু সরকার, সুশান্ত অধিকারী, দেব্রত অধিকারী, সুব্রত রায় প্রমুখ।
এদিকে ওয়ার্ড যুবলীগ ও হাদিপুর যুব উন্নয়ন মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে র্যালী শেষে পথচারীদের মাঝে মাস্ক প্রদান করা হয়। এছাড়া করোনা পরিস্থিতির দ্বিতীয় ধাপ নিয়ন্ত্রণে রাখতে সকলকে সরকারের সকল নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।