
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বাজার সংলগ্ন স্লুইসগেটটি হুমকির মুখে। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। সরেজমিনে দেখা যায়, গত কয়েক বার ধরে স্লুইস গেটটির চলাচল পথের সামনে বড় ধরনের গর্তের সৃষ্টি হয় যেটা অনেকদিন ধরে যেনতেনভাবে মেরামত করে চলে আসছে। স্লুইসগেটটির রাস্তার তলদেশ দিয়ে, পিন্টু মালির সাপ্লাই পানির লাইন থাকায়, গত ৪ দিন আগে পাইপ ফেটে পানির সরবরাহ করে গেটের দক্ষিণ পশ্চিম দিকে বড় ধরনের খাদের সৃষ্টি হয়। বর্তমানে বৃষ্টির পানি ঢুকে ভারী যানবাহন চলাচলের অযোগ্য হয়ে গিয়েছে। ফলে যেকোনো মুহূর্তে উক্ত স্থানে মাটি সরে গিয়ে ধ্বস নিতে পারে গেটটি।এব্যপারে ৭ নং মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মোড়লের নিকট জানতে চাইলে তিনি বলেন, এটা পানি উন্নয়ন বোর্ডের আওতায় আমার কিছু করার নেই,আমি পিন্টু মালির সাথে কথা বলে দেখছি। আপনারা গেট সংস্কারের বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করেন।
শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সরকারিভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।