
জি এম নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ (শ্যামনগর) থেকে: মুন্সীগঞ্জ হরিনগর অনির্বাণ ক্লাব কে উন্নয়নের ধারা অব্যহত রাখতে বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় হরিনগর সরকারি প্রথমিক বিদ্যালয়ের হল রুমে সভা অনুষ্ঠিত হয়।অনিষ মন্ডলের সনচলনায় অনির্বাণ ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক মিলু সভাপতিত্বে। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সুন্দর বন প্রেস ক্লাবের সভাপতি আয়ূব আলী,সাধারণ সম্পাদক বিলাল হোসেন,সহসভাপতি আব্দুল হালিম,সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ, সাংবাদিক শেখ সোহারাব হোসেন, হুদা মালী, অনিবান ক্লাবের সাধারণ সম্পাদক মোতালিব হোসেন,সদস্য আসাদ, দামুদার মল্লিক, প্রবাহকার মল্লিক,আরাফাত, ফয়েজ হোসেন,মোহাম্মাদ,বাবলু সহ অনির্বাণ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সভা শেষে ক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্ন ভোজের ব্যাবস্থা করা হয়।