
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: ৯ সেপ্টেম্বর বিকাল ৩ টাই শ্যামনগর উপজেলার হরিনগর সুইচগেট চত্বরে অনুষ্ঠিত গণহত্যা দিবস ও স্মরণ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন শহীদ পরিবারের সন্তান সাংবাদিক জি এম আইয়ুব আলী। স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শ্যামনগর থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু দেবী রঞ্জন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন থানা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার জি,এম, আবুল হোসেন। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা ডাক্তার আলী আশরাফ। বক্তব্য রাখেন জাতীয় মৎস্যজীবী সমিতি উপজেলা সভাপতি বাবু মধুজিৎ রপ্তান। শহীদ পরিবারের সন্তান ডা: যতীন্দ্রনাথ মন্ডল প্রমুখ। স্মরণসভার প্রথমে র্যালিম, বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ও শহীদদের স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।অনুষ্ঠান পরিচালনা করেন জাগো যুব ফাউন্ডেশন এর পরিচালক রেডিও সাংবাদিক শেখ ফারুক হোসেন। উল্লেখ্য ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ সেপ্টেম্বর পাকিস্তান হানাদার বাহিনী ও রাজাকার বাহিনী যৌথভাবে চুনকুড়ি নদী দিয়ে এসে হরিনগর বাজার আক্রমন করে। ঐদিন২৮ জন নিরীহ মানুষকে ধরে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ব্রাশফায়ারে হত্যা করা হয়।