
রুবেল হোসেন: বিএনপি-জামাতের শান্তিপূর্ণ সমাবেশের নামে প্রধান বিচারপতির বাসভবনে ও জাজেস কমপ্লেক্সে হামলা, আগুনসন্ত্রাস, নাশকতা, পুলিশ হত্যা, পুলিশ হাসপাতালে আগুন, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের উদ্যোগে রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় জাসদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সাধারণ সম্পাদক সোহেল আহম্মেদ প্রমুখ। এসময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নগরীর বঙ্গবন্ধু এভিনিউ, পল্টন, প্রেসক্লাব, তোপখানা রোড প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ সমাবেশের নামে পুলিশ হত্যা-পুলিশের উপর হামলা এবং অসংখ্য পুলিশ সদস্যদের আঘাত করে আহত করা, পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগ, প্রধান বিচারপতির বাসভবন ও জাজেজ কমপ্লেক্স, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারর্স ইনস্টিটিউশনে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, আগুনসন্ত্রাসীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করেই সংবিধান অনুযায়ী যথাসময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে হবে। বক্তারা বলেন, বিএনপি-জামাতের মিথ্যাচার গতকাল নগ্নভাবে প্রকাশিত হয়েছে। তাদের আসল উদ্দেশ্য নিরপেক্ষ নির্বাচন না, তাদের আসল উদ্দেশ্য আগুণ সন্ত্রাস-সহিংসতা-নাশকতা-অন্তর্ঘাতের পথে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে নির্বাচন বানচাল করা এবং অস্বাভাবিক-অসাংবিধানিক সরকার আনা। বক্তারা বলেন, বিএনপি-জামাত ও তাদের রাজনৈতিক সঙ্গীদের এ দুরাশা বাংলাদেশের জনগণ কখনই সফল হতে দিবে না।