সীমান্ত (কলারোয়া) প্রতিবেদক: কলারোয়ার হঠাৎগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি হলেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র। সাতক্ষীরা–১ (তালা কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মোস্তফা লুৎফুল্যাহ মনোনীত ঐ বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতির দায়িত্ব পেলেন অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র।
ব্যক্তি জীবনে তিনি বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক, কেঁড়াগাছি শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুর জন্ম ভিটা আশ্রমের সভাপতি, সীমান্ত প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা, এ ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বলেন,শিক্ষক,অভিভাবক ও কমিটির সকল সদস্যদের নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করব। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।