মুরাদ হোসেন বিপ্লব, চট্টগ্রাম: আট মাস পর নগরীর বায়েজিদে হকার্স লীগ নেতা রিপন হত্যার মূল আসামী স্থানীয় আওয়ামী লীগ নেতা মাইকেল পারভেজ কে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. হাসান ইমাম এর তত্ত¡াবধানে গত শুক্রবার রাতে চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
চলতি বছর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাতে রিপন খুনের ঘটনা ঘটে। ঘটনায় সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন, দিদারসহ আরও ২৮ জনকে আসামি করে বায়েজিদ থানায় একটি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার (মামলা নং- ২, তাং- ০১/০১/২০২০)। যার মধ্যে ৬ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মো. হাসান ইমাম বলেন, মাইকেল পারভেজ রিপন হত্যা মামলার এজাহারনামীয় আসামি মোমিনকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিম‚লক জবানবন্দিতে মাইকেল পারভেজ এর নাম উঠে আসে। মাইকেল পারভেজ ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে মাননীয় আদালতে ১৬৪ ধারা শিকারোক্তিমূলক জবানবন্ধি দিয়েছে ।
তিনি আরও বলেন, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন থানার আরও একাধিক মামলা রয়েছে। প্রভাব বিস্তার ও এলাকা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য এই হত্যা কান্ড ঘটেছে বলেন জানান তিনি। এ মামলার পলাতক আরো ১৮ আসামীকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।