নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ দিন পর সাতক্ষীরা পৌরসভার ০৭ নং ওয়ার্ডের রইচপুর এলাকায় ওয়ার্ড কাউন্সিলর ও পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র ঐকান্তিক প্রচেষ্টায় পৌরসভার সড়ক বাতির আলোয় অন্ধকার থেকে আলোকিত হল আব্দুর রাজ্জাকের মোড়সহ রইচপুর এলাকা।
শনিবার (১০ অক্টোবর) রাতে রইচপুর সমাজ কল্যাণ পরিষদের হলরুমে পৌরসভার ০৭নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও পৌর ০৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি অতিথি হিসেবে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী, পৌরসভার বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী মাসুদ রানা, এ্যাড. তোজাম্মেল হোসেন তোজাম, শিক্ষক এহছানুল হক, রইচপুর সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি আলহাজ¦ মো. মোস্তফা, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস প্রমুখ। আলোচনা সভা শেষে পৌরসভার ০৭নং ওয়ার্ডে রইচপুর এলাকায় সাতক্ষীরা পৌরসভার অর্থায়ণে এ অত্যাধুনিক হ্যালোজেন লাইট সড়ক বাতির উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।
এসময় উপস্থিত এলাকাবাসী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি ও পৌরসভার ০৭নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু’র জন্য মন খুলে দোয়া করেন এবং সাতক্ষীরা পৌরসভাকে ধন্যবাদ জানান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম।