
জি এম আলমগীর : সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি পিকআপ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
জানা যায়, সাতক্ষীরার বিজিবি ৩৩ ব্যাটালিয়নের ভোমরা ক্যাম্প থেকে রবিবার (৫ জানুয়ারী) বিকেলে ব্যাটালিয়ন সদর তালতলার উদ্দেশ্যে গাড়িটি রওনা হয়। গাড়িটি বাদাম তলা বাজার পার হয়ে প্রায় ১ কিঃমিঃ পথ অতিক্রম করার পর পেছন থেকে পাথর ভর্তি ১টি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে বিজিবির পিকআপটি সজোরো ধাক্কা দিলে রাস্তার উপর দাড়িয়ে থাকা ট্রাকের সাথে ধাক্কা খেলে দুমড়ে মুচড়ে যায়।
এ সময় কেউ হতাহত না হলেও পিকআপটির ব্যাপক ক্ষ তি হয়।
দুর্ঘটনা ঘটিয়ে ওই ট্রাক চালক ও হেলপার পাথর ভর্তি ট্রাকটি ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
দুর্ঘটনার সংবাদ পেয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়ন (সদর) ও ভোমরা ক্যাম্পের কর্মকর্তা ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌছে গাড়ি গুলি তাদের হেফাজতে নেয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।