
স্টাফ রিপোর্টার, দেবহাটা: জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের ভগ্নিপতি ৬নং ভোমরা ইউনিয়ন পরিষদের ৩ বারের নির্বাচিত ইউপি সদস্য আশরাফুল ইসলাম ডাবলু বৃহস্পতিবার দুপুর ১২টার সময় ভোমরার তেঘরিয়া ঈদগাহ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে খুলনা হাসপাতালে মৃত্যুবরন করেন। শুক্রবার সকাল ১১টায় ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে নিহতের বাস ভবনে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। উক্ত জানাযা অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আছাদুল হক, সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ নজরুল ইসলাম, যুগ্ন সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান ইসরাইল গাজী, ভোমরা ইউনিয়ন আ.লীগের সভাপতি গাজী আব্দুস গফুর, কুলিয়া আঞ্চলিক প্রেস ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাংবাদিক আসাদুল ইসলাম, বজলুর রহমান, ভোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতা কর্মীবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।