কলারোয়া ব্যুরো: সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। শুক্রবার (১৯ মার্চ) বেলা দেড়টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাংবাদিকের নাম ইসমাইল হোসেন ওরফে ফিরোজ জোয়ার্দার (৩২)। তিনি কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের আক্তার হোসেনের ছেলে। নিহত সাংবাদিক ফিরোজ জোয়ার্দার দৈনিক যশোর ও আজকের সাতক্ষীরা পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন।
নিহতের চাচা জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক কলারোয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন জানান, শুক্রবার দুপুরে সদর উপজেলার ছয়ঘরিয়া নামক স্থানে সাতক্ষীরা-যশোর মহাসড়কে ইটভাটার মাটি বহনকারী ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সাংবাদিক ফিরোজ জোয়ার্দার মারাত্নক আহত হন। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কলারোয়া থানার ওসি মীর খায়রুল কবির বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসাপাতাল মর্গে পাঠায়। সাংবাদিক ফিরোজ জোয়ার্দারের মৃত্যুর খবরে কলারোয়ার সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, নিহত ফিরোজ জোয়ার্দারের নামাজে জানাযা শনিবার সকাল ১০টায় কলারোয়া জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।