আশাশুনি প্রতিবেদক: আশাশুনি উপজেলার বড়দলে সড়ক দুর্ঘটনার ৫দিন পর আহত টমাস সরদার (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পা কেটে ফেলানোর পরও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।
বড়দল ইউনিয়নের জামালনগর গ্রামের মকমল সরদারের ছেলে মটর ভ্যান যাত্রী টমাস গত ২ নভেম্বর মানিকখালী ব্রীজের কাছে গরুবহরকারী নছিমনের সাথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। প্রথমে তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে সাতক্ষীরায় রেফার করা হয়। রোগির বাড়ির লোকজন তাকে সাতক্ষীরা ট্রমা সেন্টারে নিয়ে যান। সেখানে তার দু’টি পা কেটে ফেলান হয়। পরবর্তীতে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে খুলনা সার্জিক্যাল ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৬ নভেম্বর) রাত্র ৮ টার দিকে তার মৃত্যু হয়। পরদিন রবিবার তার মৃতদেহ নিজ গ্রামে আনার পর তার সমাধিস্থ করা হয়।