
নিজস্ব প্রতিবেদক: সড়কের জমি দখল করতে অবশেষে সাজানো মিথ্যা মামলা দায়ের করলো শাহিন ও ফারুক ও তাদের গডফাদাররা। চা দোকানিদের উচ্ছেদ করতে তাদের পক্ষে লড়াই করা ইব্রাহিমের নামের এক যুবকের আদালতে মামলা করেছে প্রতারক শাহিন ও ফারুক। এ ঘটনায় হতাশ হয়েছে চা বিক্রী করে খাওয়া গরীব অসহায় মানুষগুলো।
স‚ত্রে জানা যায়, সম্প্রতি আবুল হোসেন নামের এক নরসুন্দর ইন্তেকাল করলে তার দোকন অবৈধ ভাবে দখল করতে গেলে বাধা দেয় অন্যান্য দোকানিরা। সে সময় উচ্চস্বরে কিছু কথা কাটাকাটির ঘটনা ঘটে দোকানিদের সাথে। সেখানে উপস্থিত না থাকলেও ইব্রাহিমের নামে আদালতে মামলা করেছে সরকারি জমির লোভী শাহিন ও ফারুক। তাদের ইন্ধনদাতা গডফাদারদের সহায়তায় তারা দু’ভাই এ কাজ করে। ঘটনার দিন রাতে মারামারি বা হামলার কোনঘটনা ঘটেনি। কিন্তু তারপরও শাহিন ও ফারুক থানায় মারপিটের শিকার দাবীতে অভিযোগ করে। পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে মামলা গ্রহণ করেনি।
২৪ জুলাই পুলিশের কাছে মিথ্যা মামলা দায়েরে সহায়তা না পেয়ে তারা দু’ভাই সাতক্ষীরা সদর হাসপাতালে পরদিন ২৫ জুলাই রাতে ঘটনার ২৪ ঘন্টা পর ভর্তি হয়। তারপর ২৫ জুলাই হামলার শিকার দাবী করে স্থানীয় একটি পত্রিকায় ২৬জুলাই মিথ্যা তথ্য উত্থাপন করে সংবাদ পরিবেশন করে। ঘটনা ২৪ জুলাই’র হলেও ২৫ জুলাই হামলার ঘটনা ঘটে বলে দাবী করা হয়। অবশেষে পুলিশ মামলা নেয়নি এমন মিথ্যা অভিযোগ দিয়ে আদালতের মাধ্যমে মামলা দায়ের করে শাহিন ও ফারুক। আদালত ২৪ ঘন্টার মধ্যে মামলা গ্রহণ করে রিপোর্ট প্রদানের জন্য আদেশ দেয়। বাধ্য হয়ে পুলিশ ইব্রাহিমকে আসামী করে মিথ্যা মামলা গ্রহণ করে। এদিকে সোমবার ও মঙ্গলবার শাহিন ও ইব্রাহিমকে কোর্ট চত্ত¡রে ঘুরতে দেখা যায়। তাদের মাথায় বা গায়ে কোন ক্ষত বা জখমের চিহ্ন দেখা যায়নি। তারা সম্প‚র্ন সুস্থ্যই ছিলো।
ইব্রাহিমের সাথে কথা হলে সে জানায় আমি ঘটনাস্থলে না থাকলেও মামলার শিকার হয়েছি। আমার দোষ হলো আমি অসহায় চা বিক্রেতাদের পাশে দাড়িয়েছি। একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তারা চা বিক্রেতাদের উচ্ছেদ করে সড়কের জমি দখল করে পাকা ঘর বানিয়ে বেশি টাকা ভাড়া আদায়ের চেষ্টা করছে।
উল্লেখ্য, বিরোধ প‚র্ন জমিটি বাংলাদেশ সরকারের পক্ষে সড়ক ও জনপথ বিভাগের অধীনে আছে। জমিটির মালিকানা দাবী করে এ পর্যন্ত তিন জন। তার মধ্যে একজন কাগজ পত্র দেখাতে না পেরে সরে পরে। বাকি দুই জনের ও সরকারের মধ্যে মামলা চলমান আছে। শাহিন ও ফারুকের গডফাদারদের সম্পর্কে জানতে চোখ রাখুন সাতনদীতে।