কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের স্যার আনছার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী শিক্ষাথীদের। বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫নভেম্বর) সকাল ৯টায় অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড: স.ম. গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব আসাদুল ইসলাম ও ওমর ফারুক মুকুল। এসময় সেখানে উপস্থিত ছিলেন স্যার আনছার আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষীকা লুতফুননেছা, সহকারী শিক্ষক দেব্রত কুমার সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষীকাবৃন্দ ও ছাত্রছাত্রীরা। বিদায়ী অনুষ্ঠানে পরীক্ষাথীদের হাতে ফাইল, স্কেলবক্স, কলমসহ তুলে দেওয়া হল রজনীগন্ধা ফুল। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মজনুর রহমান।