এসএম আতিয়ার রহমান, মণিরামপুর: যশোর-৫ মনিরামপুর আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, ‘নতুন প্রজন্মের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই আগামী দিনের দেশের চালিকাশক্তি। তোমরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের দরবারে একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুশিক্ষার কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষাখাতে বেশি নজর রাখছেন। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’। শুক্রবার বিকেলে মণিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান শিক্ষক কুমার বিশ্বজিত মন্ডলের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, ‘আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। এজন্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় মণিরামপুরকে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। আমার কারও প্রতি কোনো রাগ, অভিমান বা হিংসা নেই’। এর আগে নবনির্বাচিত সংসদ সদস্য এসএম ইয়াকুব আলীকে ফুলেল শুভেচ্ছা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, আওয়ামী লীগ নেতা মিকাইল হোসেন, গৌর কুমার ঘোষ, হাশেম আলী, অনন্ত কুমার দেবনাথ, বাবুল আক্তার বাবলু, সন্দীপ ঘোষ, দুর্গাপুর-স্বরুপদাহ ওয়ার্ডের কাউন্সিলর আদম আলী ও সাব-রেজিস্ট্রার সুব্রুত কুমার সিংহ, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃমাজেদা খাতুন, এপিএস রিপন হোসেন, তাপস ঘোষ, জিএম টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিন দুপুরে যশোরস্থ মণিরামপুর সমিতির বনভোজন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সন্ধ্যায় রোহিতা ইউনিয়নের কাশিমপুর গ্রামে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন এস এম ইয়াকুব আলী।