নিজস্ব পতিবেদক: স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অনুকূলে জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমরা যদি স্বচ্ছতার সাথে সেবামূলক কর্মকান্ড পরিচালনা করি তাহলে সকলে সেবা পাবে এবং উপকৃত হবে। কোন বাড়িতে যদি ক্যান্সার এবং কিডণীজনিত রোগী থাকে তাহলে তারা অত্যন্ত কষ্টের মধ্যে জীবন যাপন করতে হয়। এ চিকিৎসা খুবই ব্যয় বহুল। এজন্য আমি সাতক্ষীরা মেডিকেল কলেজের অনেক রোগীরা আমার কাছে আসলে আমি তাদের সেবা প্রদান করার জন্য লিখে দেয়। সেজন্য তারা অনেক উপকৃত হয়। সকলকে সেবার মানুষিকতা নিয়ে কাজ করতে হবে, তাহলে সমাজ ও জাতি উপকৃত হবে। জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায় রোগীদের কথা ভেবে সমাজকল্যাণ সংস্থার মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের অধিকাংশ মানুষকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন প্রকার সেবা দিয়ে যাচ্ছেন।” স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয় সাতক্ষীরার উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, সাতক্ষীরা জেলা মহিলা অধিদপ্তরের জেলা প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান।