
তালা অফিস থেকে নজরুল ইসলাম: তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যখাতে বিশেষ অবদান রাখায় কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগরিতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ এর ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছেন। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছ হতে পুরস্কার গ্রহন করেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সরদার জানান, ২০২০ সালে দশ ক্যাটাগরিতে ৪৭ প্রতিষ্ঠানকে ‘স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার দেওয়া হয়েছে। এই ক্যাটাগড়ির মধ্য কমিউনিটি হেলথ সার্ভিস ক্যাটাগড়িতে স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০২০ এর ক্রেস্ট ও সার্টিফিকেট পেয়েছি। এটি আমার দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারী সহ তালা বাসীর ঐকান্তিক চেষ্টার ফসল।