
তরিকুল ইসলাম লাভলু: মহামারী করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ, হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদ’র দাফন সম্পন্ন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর চারটায় পাক রওজা শরীফ মাহফিল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজে জানাযা শেষে ফজরের নামাজবাদ পীর আম্মার মাজার সংলগ্নে পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ মৌঃ আনছার উদ্দীন আহমদকে শায়িত করা হয়।
জানাজায় বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাতক্ষীরা-৩ আসনের সাংসদ ও নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মহামারী করোনা পরিস্থিতিতে সকলে জানাযায় অংশ না নিতে পারার জন্য ভক্তদের কাছে ক্ষমা চান ডাঃ রুহুল হক।
উক্ত নামাজে জানাযা পরিচালনা করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ¦ মাওঃ আবু সাঈদ।
উল্লেখ্য, মৌলভী আলহাজ্ব আনছার উদ্দিন আহমদ গত মঙ্গলবার দুপুর ৩ টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। বার্ধক্য জনিত কারণে তিনি অসুস্থ্য ছিলেন পরবর্তীতে মৃত্যুকালে তিনি করোনা পজিটিভ ছিলেন বলে জানা যায়।