
আকবর হোসেন/নজরুল ইসলাম, তালা থেকে: সাতক্ষীরা তালা স্বামীকে মারপিট করার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে (২৫ আগষ্ট )মঙ্গলবার সকালে উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দি গ্রামে। নিহত গৃহবধূ নাসিমা বেগম (৩৮) একই গ্রামের নাজের শেখ’র স্ত্রী।
ঘটনার বিবরনে নিহত গৃহবধূর ননদ শাহানারা বেগম জানান, প্রতিবেশি করিম মোড়লের ছেলে মনিরুল মোড়ল ও নরিম মোড়লের ছেলে মিন্টু মোড়ল পাট চুরির মিথ্যা অভিযোগ তুলে গত বুধবার বিকালে স্বামী নাজের শেখকে বেধম মারপিট করে, এর ফলে ১ সপ্তাহ যাবত সে গুরুতর আহত হয়ে বাড়িতে চিকিৎসাধিন রয়েছে। এঘটনার প্রেক্ষিতে সোমবার দুপুরে নাজের শেখ’র স্ত্রী নাসিমা বেগম ঐ গ্রামের গভীর নলকূপ থেকে পানি আনতে যায়। এসময় তিনি মনিরুল ও মিন্টু’র দেখা পেয়ে তার স্বামীকে মারপিট করার প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু মোড়ল, মনিরুল মোড়ল ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম সহ দু’ বোন আমেনা বেগম এবং জামেলা বেগম হামলা চালিয়ে নাসিমা বেগম’র মাথায় কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় এলাকার লোকজন মুমূর্ষু অবস্থায় নাসিমা বেগমকে উদ্ধার করে স্থানীয় মহান্দি বাজারের গ্রাম্য ডাক্তার শহিদুল মোল্যার কাছে নিয়ে যায়। এখান থেকে এই ডাক্তারের পরামর্শে মুমুর্ষ নাসিমা বেগমকে বাড়ি আনার পর মঙ্গলবার সকালে সে মারা যায়।
এদিকে, ঘটনার সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) মো. হুমায়ুন কবির ও তালা থানার ওসি মো. মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং নিহত’র লাশ ময়না তদন্ত করার জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে।
তালা থানার ওসি মো. মেহেদী রাসেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার সকাল ৪ জনকে আটক করা হয়েছে,তারা হলেন,নজরুল ইসলাম,পলি বেগম, মাজহারুল ইসলাম এবং রেহেনা বেগম, পরবর্তীতে ঘটনার তথ্য বিস্তারিত জানানো হবে।