প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আইন শৃঙ্খলার উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সীমান্ত হত্যা বন্ধ এবং শাসন কাঠামোর সংস্কারের দাবিতে কেন্দ্র ঘোষিত দাবি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জেএসডির আয়োজনে শনিবার (৫ অক্টোবর) বিকাল ৪ ঘটিকায় শহরের ইটাগাছা হাটের মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন জেলা জেএসডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মোসলেম এবং সঞ্চালনা করেন জেলা জেএসডির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান। পথসভা থেকে ব্রিটিশ-পাকিস্তানী ভাবধারা সাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামোর পরিবর্তে স্বাধীন দেশের উপযোগী রাষ্ট্রকাঠামো বিনির্মাণের দাবি জানানো হয়। ৫ আগস্ট ২০২৪ তারিখে বাঙালী জাতি নিজেদেরকে আত্ম মর্যাদাশীল জাতি হিসাবে গড়ে তোলার যে সুযোগ লাভ করেছে তা যেন প্রতিক্রিয়াশীল সাম্প্রদায়িক গোষ্ঠী ছিনতাই করে অভ্যুথানের স্বপ্ন ধুলিসাৎ করতে না পারে সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহবান করা হয়। উগ্র ধর্মান্ধ স্বাধীনতাবিরোধী গোষ্ঠী সাম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের সম্পত্তি ও উপাসনালয়ে যে হামলা চালিয়েছে তা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বাজার সিন্ডিকেট নির্মুল এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের আহবান করা হয়। লোকায়িত ইসলাম ধর্মের উপরে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর আক্রোশ থেকে এদেশের সাধারণ সুফিবাদী মুসলমানদের ধর্মীয় অধিকার সংহত রাখার আহবান করা হয়।
পথসভায় বক্তৃতা করেন জেলা জেএসডির সহ-সভাপতি রওনক বাসার, যুগ্ম সাধারণ সম্পাদক এড.ইকবাল লোদী, আব্দুল জব্বার, জেএসডি নেত্রী মহুয়া মঞ্জুরি খোদা, সুধাংশু শেখর সরকার, বাংলাদেশ জাসদের জেলা সম্পাদক প্রভাষক ইদ্রিস আলী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য সচিব মুনসুর রহমান বাজাসদ নেতা দিদারুল আলম হেলাল, শ্রমিক নেতা শিহাব হোসেন, আরিফুর রহমান প্রমুখ।