
এস,এম, মুকুল ব্রহ্মরাজপুর (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : সদর উপজেলার ডি বি ইউনাইটেড হাইস্কুলে ২৬ জুন (শনিবার) সকাল ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিটা বিদ্যালয়ে বৃক্ষরোপণের অংশ হিসাবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন সাতক্ষীরা সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা। প্রধান অতিথি বিদ্যালয়ে এসে প্রথমে বিদ্যালয়ের অফিস কক্ষে শিক্ষকদের সাথে মতবিনিময় কালে করোনা কালীন সময়ে শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখার আহ্বান রাখেন । এ সময় উপস্থিত ছিলেন ডি,বি,ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল, বিদ্যালয়ে বিদ্যুৎসাহী সদস্য শেখ আঃ আহাদ,অভিভাবক সদস্য রেবা রানী চৌধুরী, সহঃ প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, বি,ডি,এফ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ সহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দ।