আবু হাসান, কেশবপুর (যশোর) থেকে: কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আনন্দ র্যালী, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, হে বন্ধু বঙ্গবন্ধু শীর্ষক গানের চিত্রায়ন, স্বল্পদীর্ঘ তথ্যচিত্র প্রদর্শন, ভিডিও অভিব্যাক্তি প্রচার, উন্নয়ন বিষয়ক ডকুড্রামা, প্রধানমন্ত্রীর জীবনালেখ্য চিত্রায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে পাবলিক ময়দানে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর সভার মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পলাশ মল্লিক, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
পূর্ববর্তী পোস্ট