নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ছনকা গ্রামের স্বর্ণকার স্বúন চৌধুরির দোকান ভেঙে মালামাল ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে ঘোনা ইউপির বহুল বিতর্কিত চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে।
ভুক্তভোগী স্বপন চৌধুরি জানান, ঘোনা ইউনিয়নের ছনকা বাজারে খাস জমির উপর আামর একটি দোকান ছিলো। আমি উক্ত জায়গা বরাদ্দ (ডিসিআর) পাওয়ার জন্য উপজেলা ভ’মি সহকারী কর্মকর্তা বরাবর আবেদনও করি। আমি বিগত নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের আমাকে বলে তুই নৌকায় ভোট দিয়েছিস তোর দোকান ভেঙে দিব। তারপর একদিন চেয়ারম্যান ও দলবল মিলে আমার জুয়েলারির দোকান চৌধুরি জুয়েলার্স ভেঙে দেয়। এসময় তারা আমার দোকানে রক্ষিত মালামাল ও নগদ টাকা নিয়ে যায়। আমি আমার মালামাল ও নগদ টাকা ফেরৎ চাই।
এ বিষয়ে ৪ নং ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের বলেন, “আমি উক্ত ছনকা বাজার কমিটির সভাপতি। বাজারের সকল অবৈধ স্থাপনা নিজ দায়িত্বে অপসারণের জন্য একাধিকবার নোটিশ জারি ও মাইকিং করা হয়। স্বপনকেও নোটিশ দেওয়া হয়। যারা নোটিশ পাওয়া স্বত্তেবও অবৈধ স্থাপনা অপসারণ করে নি। শুধু স্বপন নয় বাজারের ৩০ টি অবৈধ স্থাপনা নিয়ম অনুযায়ী ভেঙে দেওয়া হয়েছে। তার দোকান ৬ মাসের ও বেশি পরিত্যক্ত ছিলো। দোকানে কোন মালামাল ছিল না। এটি বাজারের সবাই জানে।