নিজস্ব প্রতিবেদক:
স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিবি ইউনিাইটেড হাইস্কুল মাঠে ব্রহ্মরাজপুর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার আহবায়ক ও ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডি.বি.ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, ইউপি সদস্য লুৎফর রহমান, ইউপি সদস্য মিনহাজ মোরশেদ প্রমুখ।
স্বর্গীয় বাবু পশুপতি স্মৃতি আট দলীয় নকআউট ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় অংশ নেয় দহাখুলা বন্ধু যুব সংঘ বনাম সরদার হার্ডওয়ার ক্রিকেট একাদশ। খেলায় অন্যান্য দলগুলোর মধ্যে রয়েছে ফিরোজ মুনজিতপুর ক্রিকেট একাদশ, আমিনুর-ইসরাফিল ক্রিকেট একাদশ, ইটাগাছা পুলিশ ফাঁড়ি ক্রিকেট একাদশ, সুলতানপুর টাইগার্স ক্রিকেট একাদশ, শাহিন বাহাদুরপুর ক্রিকেট একাদশ ও কাটিয়া ক্রিকেট একাদশ।