নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি আগামী ২৩ সেপ্টেম্বর সাতক্ষীরায় আসছেন। ২৩ সেপ্টেম্বর (শনিবার) দুপুর দেড়টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে নব-নির্মিত ইনডোর প্লে-গ্রাউন্ড উদ্বোধন করবেন এবং বিকাল ৩টায় কালিগঞ্জ উপজেলার নলতায় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপ সচিব স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল’র একান্ত সচিব মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেন।