প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৫, ৯:০১ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৯:৫৬ অপরাহ্ণ
স্বপনের জনসভার মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়েছে কলারোয়া আওয়ামী লীগের হেভিওয়েট গ্রুপের নেতাকর্মীরা
ফারুক হোসাইন রাজ, স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতীক ঘোষণার পর (তালা-কলারোয়া) সাতক্ষীরা ১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের প্রথম বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। হাজারো নেতা কর্মী ও ভোটারদের উপস্থিতির মধ্যে এ জনসভায় কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যভাবে নৌকার পক্ষে কাজ করার প্রতিজ্ঞা করেছেন দীর্ঘদিন ধরে মনের বিরোধে বিভিন্ন গ্রুপে থাকা উপজেলা আওয়ামীলীগের একাধিক হেভিওয়েট জনপ্রতিনিধিসহ নেতা কর্মীরা।
[caption id="attachment_75630" align="aligncenter" width="300"] স্বপনের জনসভার মঞ্চে কাঁধে কাঁধ মিলিয়েছে কলারোয়া আওয়ামী লীগের হেভিওয়েট নেতাকর্মীরা [/caption]
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৭ টায় সাতক্ষীরা কলারোয়ার কাজিরহাট হাইস্কুল মাঠে নৌকার বিশাল এ জনসভায় কুশোডাঙ্গা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুবকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। বিশাল এ জনসভার আয়োজন করেন হেলাতলা, কেরেলকাতা ও কুশোডাংগা ইউনিয়ন আওয়ামী লীগ।
দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের দলের বিভিন্ন নেতা কর্মীর সাথে একে অপরের সাথে ব্যাক্তিগত মনোমালিন্যতার জেরে অনেক হেভিওয়েট নেতা কর্মীরা কয়েকটি গ্রুপে বিভক্ত ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাতক্ষীরা ১ আসন থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপনকে নৌকা প্রতীক দিয়েছেন। সকল কষ্ট ভুলে এখন নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনকে সমর্থন দিয়ে আমরা সবাই একতাবদ্ধ। আগামী ৭ জানুয়ারি নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে শক্তিশালী করে রাষ্ট্রীয় ক্ষমতায় আবারও দেখতে চায় এই জন্য আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব। জনসভায় এমন কথা বলেছেন সাজেদুর রহমান খান চৌধুরী মজনু সহ হেভিওয়েট জনপ্রতিনিধিসহ দলীয় আওয়ামী নেতা কর্মীরা।
প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এখানে বিপুল পরিমাণ মানুষের সংশ্লিষ্টতা ও ভালবাসা রয়েছে। এজন্য একজন আরেকজনের সাথে মনোমালিন্য ব্যক্তিগতভাবে থাকতে পারে তবে দলের সাথে শত্রুতা নয়। এজন্য সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। যারা আওয়ামীলীগের কর্মী তাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে নৌকার বাইরে কাজ করা যাবে না।
কেরেলকাতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাঈদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হারুন আর রশিদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, কৃষক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাহফুজা সুলতানা রুবি, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, জেলা আওয়ামী লীগের সদস সদস্য মুন্নি, ৮ নম্বর মাগুরা ইউনিয়ন পরিষদের গণেশ দেবনাথ, ১০ নম্বর কেশরায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, তালা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম, সহ-সভাপতি কাজী মারুফ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক মোজাফফর হোসেন, শাহ আলম টিটু সহ দাদা উপজেলা আওয়ামী লীগ ও তালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধি ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
নৌকার প্রতীকের মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, যুবলীগ নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী সাহাজাদা, লাঙ্গলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম, যুগীখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল হাসান, যুবলীগ নেতা লাভলু রহমান, যুবলীগ নেতা সঞ্জয়, সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেনজির হেলাল, কেড়াগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, চন্দনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশিকুর রহমান মুন্না , যুবলীগের সভাপতি মাসুমুজ্জামান মাসুম, কয়লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান হোসেন, কুশোডাংগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, দলীয় আওয়ামী লীগ ও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.