অাব্দুল্লাহ অাল মাহফুজ:
উপ মহাদেশের মন্দির স্থাপত্যের একটি অপূর্ব নিদর্শণ দিনাজপুর জেলার কান্তনগর মন্দির। দিনাজপুরের প্রখ্যাত জমিদার মহারাজা প্রাণনাথ ও তার পালিত পুত্র রামনাথ ১৭০৪ - ১৭৫২ খ্রিঃ এ মন্দির নির্মান করেন। মন্দিরটি নির্মানের জন্য সূদুর পারস্য থেকে কারিগর এনে মন্দির নির্মান করা হয়। পঞ্চশ ফুট বর্গাকৃতির তিন তলা বিশিষ্ট ইটের তৈরী এ মন্দিরটি একটি উঁচু মঞ্চের উপর নির্মিত।
এটি একটি নবরত্ন মন্দির। মন্দিরের নিচতলায় ছাদ ও দ্বিতীয় তলার ছাদের চার কোনে চারটি করে মোট আটটি করে অলংকৃত পিলার এবং তিন তলা ছাদের মাঝখানে রয়েছে কেন্দ্রীয় চুড়ার ধংশবশেষ। মন্দিরে সম্পর্ণ পোড়া মাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলংকরণে সজ্জিত। এ সমস্ত ফলকচিত্রে উদ্ভিদ ও প্রাণীকূল, জ্যামিতিক নকশা, রামায়ন ও মহাভারতের পৌরনিক দৃশ্যাবলী এবং সে সময়কার সামাজিক ও অবসর বিনোদনের চমৎকার দৃশ্যাবলী খচিত রয়েছে। মন্দিরের গর্ভগৃহে কান্তজীর বিগ্রহ স্থাপিত।
১৯৬০ সালে কান্তনগর মন্দির সরকার কর্তৃক সংরক্ষিত প্রাচীনকীর্তি হিসাবে ঘোষনার পর থেকে প্রততত্ত্ব বিভাগ সংরক্ষন করছে।
বর্তমানে এখানে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীদের ভিড় লক্ষ করা যায়।