লিটন ঘোষ বাপি: দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় সরকারের সাথে সুশীল সমাজ সংগঠন ও স্থানীয় উদ্যোক্তা সংগঠন প্রতিনিধিদের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের সহযোগিতায় সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে সুশীল সমাজ সংগঠনের সাথে স্থানীয় সরকার প্রতিনিধিদের একটি সচেতনতামূলক সভা আয়োজিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, ইউপি সচিব মোহাম্মদ গোলাম রব্বানী, রাইট টু গ্রো প্রজেক্টের প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার, উপজেলা সিএসও ফোরামের সেক্রেটারি লিটন ঘোষ, ইউপি সদস্যা সাজু পারভীন, রেহানা পারভীন, জুলেখা পারভীন, ইউপি সদস্য মোকলেছুর রহমান, নুর মোহাম্মদ গাজী, রবিউল ইসলাম, নাজিম উদ্দিন, নজরুল ইসলাম, আবুল হোসেনসহ সুশীল সমাজ সংগঠন ও স্থানীয় উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিবৃন্দ। সভায় শিশুদের জন্য বাজেটে পুষ্টি খাতের বরাদ্দ অর্থ কিভাবে খরচ করা হবে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণ স্থানীয়ভাবে অপুষ্টি শিশু তালিকা প্রদানের মাধ্যমে অপুষ্টির বর্তমান অবস্থান সম্পর্কে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন। ইউপি চেয়ারম্যান সুশীল সমাজ সংগঠনের প্রতিনিধিগণের কাছ থেকে তার ইউনিয়নের অপুষ্টি শিশুর তালিকা গ্রহণ করেন এবং বাজেটের বরাদ্দকৃত বিশ হাজার টাকা দিয়ে অপুষ্টি শিশুদের জন্য পুষ্টি কনা ও অন্যান্য পুষ্টিকর খাদ্যের প্রদান করার ঘোষণা দেন।