সাতনদী অনলাইন ডেস্ক:‘কিছু ভুয়া পেজ এবং ইউটিউব আছে যাদের খেয়ে কোনো কাজ নাই বাজে কিছু গুজব রটাচ্ছে। আমার নুসরাত নাকি আমাকে ছেড়ে চিকন আলী সাথে পালিয়ে গেছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা কেউ গুজবে কান দিবেন না। আমরা অনেক সুখে সান্তিতে সংসার করছি তাই হয়তো অনেকেরই সহ্য হচ্ছে না। এজন্য আজে বাজে নিউজ করছে ইউটিউবে পেজে ভিউ বাড়ানোর জন্য, ইনকাম করার জন্য আমাদের নাম ভাঙিয়ে খাচ্ছে। আমরা একসাথে আছি, সংসার করছি। সবাই দোয়া করবেন আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়!’ নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন হিরো আলম।
কিছুদিন আগেই নুসরাতের সঙ্গে হিরো আলমের সম্পর্কের অবনতির খবর প্রকাশ্যে আসে। সে খবরটিকেও ভুয়া বলে দাবি করেন তিনি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই হিরো আলমের ফেসবুক পেজ ভেরিফায়েড হয়েছে। সোশ্যাল মিডিয়ায় খবরটি জানিয়ে হিরো আলম লিখেছিলেন, ‘সবাইকে শুভ সকাল। আজকের সকালটা খুব ভালো। আজ আমার পেজটা ভেরিফায়েড হয়েছে শুধু আপনাদের ভালোবাসার কারণে।’
অর্থাৎ এবার হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজের পাশে থাকবে ‘ব্লু টিক’। ভুয়ো প্রোফাইলের হাতছানি এড়িয়ে এবার সরাসরি ফ্যানেরা চিনে নিতে পারবে তাঁর আসল পেজ।