বি এম আলাউদ্দীন, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গাজীপুর গ্রামের ছেলে স্ত্রীর ছুড়ে দেওয়া গরম তেলে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ইউনিট হাসপাতালে ৭২ঘন্টা মৃত্যু সাথে যুদ্ধ করে মৃত্যুর কোলে ঢোলে পড়ে আফজাল নামের এক যুবক। গত ২৪ আগষ্ট ঢাকা নবীনগর একটি ভাড়া বাসায় গভীর রাতে স্ত্রী কর্তৃক এ ঘটনা ঘটে। ঘটনার ৭২ঘন্টা পার হলেও আশুলিয়া থানা পুলিশ ঘাতক স্ত্রীকে গ্রেফতার করতে পারিনি বলে ক্ষতিগ্রস্থ পরিবারের অভিযোগ। এদিকে দীর্ঘ ২০বছর পর নিজ জন্ম ভূমি গাজীপুর গ্রামে ফিরে আসে আফজালের লাশ। তার মৃত্যুর খবর শুনে গ্রামসহ পার্শ্ববর্তী গ্রামের শত শত মানুষ ওই দিন সকাল হতে গভীর রাত পর্যন্ত তার বাড়ীতে ভিড় জমায়। সরেজমীন ও তথ্য অনুসন্ধানে জানাগেছে গাজীপুর গ্রামের হত দরিদ্র পিতা মুন্সি অজিয়ার রহমানের ছেলে আফজাল হোসেন। আনুঃ ২০বছর পূর্বে ঢাকা নবীনগর আশুলিয়া থানায় একটি গার্মেন্টেসে চাকুরী করতেন। এর মধ্যে বরিশাল জেলার কলাপাড়া গ্রামের আনছার সরদারের মেয়ে শিউলী খাতুন (২০)’র সাথে আফজাল ভালবাসার সম্পর্কে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তাদের বিয়ের ৫বছরের মধ্যে শিউলী খাতুন পরকিয়ায় জড়িয়ে পড়ে। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো এর অংশ হিসাবে ২৪ আগষ্ট প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। স্ত্রীর পূর্ব পরিকল্পনা অনুযায়ী নাম না জানা কথিত প্রেমিকের যোগ সাজসে ওই দিন গভীর রাতে তার স্বামীর শরীরের এক পাশ দিয়ে গরম তেল ঢেলে দেয়। দেওয়ার পর বিকট শব্দে আফজার চিৎকার দিলে পার্শ্ববর্তি ভাড়াটিয়ারা এসে দ্রুত বার্ন ইউনিট হাসপাতালে আইসিইউতে ভর্তি করে। ২৬ আগষ্ট রাত ১টার দিকে স্বামী আফজাল মৃত্যুর কোলে ঢোলে পড়ে। ময়না তদন্ত শেষে তাকে ঢাকা থেকে নিজ গ্রামে এনে রবিবার রাত ১১টার দিকে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘাতক স্ত্রী শিউলীকে আশুলিয়া থানা পুলিশ আটক করতে পারিনি বলে আফজালের পরিবার জানিয়েছে।