
নিজস্ব প্রতিবেদক: দেবহাটা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জিল্লুর রহমান জীবন র্যাবের হাতে অস্ত্রসহ আটক হয়েছে। এসময় তার অপর সঙ্গী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সজীব পালিয়ে যায়। রবিবার সন্ধ্যা ৬টার দিকে র্যাব-৬ একটি টিমের হাতে গ্রেপ্তার হয় জীবন।
দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী জিল্লুর রহমান জীবন উপজেলার সেকেন্দ্রা গ্রামের প্রফেসর আব্দুল কাদেরের ছেলে। সজীব সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ও বর্তমান দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী। একটি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার একটি দল জীবনের নিজ গ্রাম থেকে তাকে আটক করে।