আব্রাহাম লিংকন শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা দক্ষিণ পাড়া ঈদগাহ সংলগ্ন সর্বসাধারণের এক মাত্র চলাচলের মেইন রাস্তাটি পুকুরে পরিনত । যেন বিষয়টি দেখার কেহ নাই। সরজমিনে দেখা যায় , প্রতি বছর রাস্তাটি বৃষ্টির পানিতে তলিয়ে গিয়ে ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে আসছে। তাছারা পানি নিষ্কাষনের সুব্যবস্থা না থাকায় কাঁচা ঘরবাড়ী , ফলজ গাছ, ধান্য ফসল, কবরস্থানসহ নানা ভাবে ক্ষতিগ্রস্থ হয়। বর্তমানে রাস্তাটির উপর পানি জমাট বেঁধে আছে। যার ফলে মাদ্রাসা , স্কুলের কমলমতি ছাত্র/ছাত্রী, সর্ব সাধারণ, বাই সাইকেল , মটরসহ সকল প্রকার যানবাহন চলাচল করছে খুবি ঝুঁকির মধ্যে দিয়ে। স্থানীয় মোঃ আলমগীর মোল্যা , মোঃ ফেরদাউস হোসেন , মিজানুর রহমান , মোঃ হাতেম, মোঃ রফিকুল ইসলামসহ অনেকে বলেন, প্রতি বছর বৃষ্টির পানিতে রাস্তা , ঈদগাহ মাঠ , করব স্থান , মসজিদের মাঠ , বসত বাড়ীর উঠান পানিতে তলিয়ে গিয়ে আমাদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি হয়ে আসছে। আমরা বহু কষ্ট করে বর্ষা মৌসুমে বসবাস করি। প্রতি বছর বিষয়টি নিয়ে স্থাণীয় জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তির্গদের অবগত করেও কোন সমাধান হয়নি। এক মাত্র পাইব স্থাপনের মাধ্যমে বৃষ্টির পানি মাদার নদীতে নিষ্কাষন ব্যবস্থা হলে জলাবদ্ধতার স্থায়ী সমাধান হবে বলে তারা জানান। এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের এস,ও প্রিন্স রেজা বলেন , বিষয়টি উর্দ্ধতন কর্তপক্ষের সাথে আলোচনা করে সমাধান করার জন্য চেষ্টা করব। এলাকাবাসী বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষন করেন।