
নলতা প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতার পার্শ্ববর্তী সোনাটিকারী গ্রামে উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুল হাসান’র বাসভবনে শনিবার (৬ নভেম্বর) বাদ মাগরিত হতে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশের মধ্য দিয়ে সাইয়েদে খাইরুল বাশার,হাদিয়ে রওশন জমীর,বাদশাহে দো-আলম,ইমামুল মোরছালিন,খাতেমুন্নাবিয়ীন হজরত মোহম্মাদ মোস্তফা আহ্মাদ মোজতবা ছালালাহু আলাইহি ওয়াছালামের পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে আজিমুশ^ান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে আলহাজ্জ এস.এম কবির হোসেন সরদারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে পবিত্র কোরআন ও হাদীসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, বিশিষ্ঠ ইসলামী মিডিয়া ব্যক্তিত্ব ও হানাফী গবেষক আলহাজ্জ হযরত মাওলানা মুহাদ্দিস আকরাম হুসাইন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, হাফেজ মাওঃ এইচ.এম নাসির উদ্দীন, হাফেজ মোঃ হাবিবুর রহমান, মাওঃ আব্দুস সাত্তার প্রমূখ। অনুষ্ঠানে মিলাদ শরীফ, ফাতেহা পাঠ, হামদ, নাতে-রাসুল, মরশিদি ও কেয়াম পরিবেশনের পর সকল কবরবাসীর রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।