
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন জেলা শাখার উদ্যোগে এবং পৌর কমিটির আয়োজনে বিনামূল্যে ৩ দিন ব্যাপী করোনা ভ্যাকসিনের টিকা নিবন্ধন ক্যাম্প শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের কুখরালী আমতলা মোড়ের টি.কে ইউনাইটেড সরকারি প্রথমিক বিদ্যালয়ে মাঠে করোনা টিকার বিনামূল্যে নিবন্ধন কর্যক্রাম শুরু হয় বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে শনিবার পর্যান্ত ।
এ সময় উপস্থিত ছিলেন সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের সাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ইয়াকুব আলী বাবু পৌর শাখার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সদস্য জাহিদ রানা, ফয়সাল হোসেন প্রমুখ।