স্পোর্টস ডেস্ক:
সাগরিকায় বৃষ্টি থামার পর ঝড় তুলেছিলেন লিটন দাস। তাতে হয়েছে নতুন রেকর্ড। মোহাম্মদ আশরাফুলের ষোলো বছরের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন ড্যাশিং উইকেটকিপার ব্যাটার। কিন্তু সেঞ্চুরির আশা জাগিয়েও পারলেন না লিটন। ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে বাকি বোলারদের ব্যর্থতার মাঝেই দারুণ বোলিং করছেন বেন হোয়াইট। রনি তালুকদারের পর লিটনকেও নিজের শিকারে পরিণত করলেন তিনি।
৪১ বলে ৮৩ রান করে উইকেটকিপার টাকারের হাতে ধরা পড়েছেন লিটন। তাতে সেঞ্চুরির সম্ভাবনা জাগানো ইনিংসের সমাপ্তি।