
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতির সুস্থতার সংবাদ পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মোটরসাইকেল শোডাউন দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনলেন। নব নির্বাচিত সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার শারীরিক অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি সম্পূর্ণ সুস্থ হলে হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার ছাড় পত্র দেন। এ সংবাদ পেয়ে ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমানের নেতৃত্বে সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে ফিংড়ী ইউনিয়ন থেকে শতাধিক মোটরসাইকেল শোডাউন দিয়ে হাসপাতালে যেয়ে তাকে গাভা গ্রামের বাড়িতে নিয়ে আসে। গ্রামের বাড়ি আসার পথে ফিংড়ী ইউনিয়ন পরিষদে মতবিনিময় করেন। মতবিনিময়কালে আবুল খায়ের সরদার বলেন, আমার বয়স হয়ে গেছে, আশা করিনি সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হবো। গতবার সভাপতি হওয়ার জন্য চেষ্টা করেছিলাম। হতে পারিনি। এবার অসুস্থ হয়ে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি ছিলাম। ৭ ডিসেম্বর সদর উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশন ছিলো। আমি বিস্মিত হলাম। শেষ বয়সে একজন মুক্তিযোদ্ধা হিসেবে যখন সভাপতির দায়িত্ব পেয়েছি সকলের সহযোগিতা নিয়ে কাজ করে যাবো। প্রয়োজনে ইউনিয়নে স্ব শরিরে উপস্থিত থেকে কমিটি গঠন করবো। এসময় জেলা কৃষক লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলাম, নবনির্বাচিত সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শেখ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, মো.জাহিদুল আনোয়ার, শেখ মোনায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেম্বর মহাদেব কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।