নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংগঠন সুশীলন এর নির্বাহী প্রধান, বিশিষ্ট এনজিও ব্যক্তিত্ব ও আবৃত্তি শিল্পী, আলোকিত সাদা মনের মানুষ, সমাজসেবক, উপকূল বন্ধু মোস্তফা নুরুজ্জামানের জন্মদিন পালিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) তাঁর ৫৮তম শুভ জন্মদিন উপলক্ষে দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশ হাবিবুর রহমা ও সাতনদী পরিবার, কালিগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও বন্ধু ফোরামসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এদিকে, সুশীলনের নির্বাহী প্রধানের জন্মদিন উপলক্ষে কালিগঞ্জ সুশীলন আঞ্চলিক কার্যালয়ে শুক্রবার বিকাল সাড়ে চারটায় সঞ্চয় ও ঋণদান কর্মসূচির আওতায় সকল অফিসের কর্মকর্তা ও কর্মীদের সমন্বয়ে সংস্থার উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় সংস্থার নির্বাহী প্রধানের জন্মদিন পালন করা হয়েছে।