উপকূলীয় নারীদের পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চায় উৎসাহ প্রদান করতে মেরিডিয়ান ইনস্টিটিউটের সহায়তায় বাস্তবায়িত “Securing Blue Carbon Ecosystems for Sustainable Fisheries and Climate Change Adaptation for Fishers in Sundarbans” প্রকল্পের আওতায় লিডার্স প্রধান কার্যালয়ে লিডার্স ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ULAB)-এর যৌথ উদ্যোগে উপকূলীয় প্রান্তিক নারীদের মাঝে শীতকালীন সবজি বীজ ও জৈব সার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রকল্পের টিম লিডার রেখা খাতুন এবং সভাপতিত্ব করেন লিডার্স-এর প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ শওকাত হোসেন। তিনি বলেন, “এই উদ্যোগের মাধ্যমে নারীদের টেকসই ও পরিবেশবান্ধব কৃষি চর্চায় উৎসাহিত করা হবে, যা তাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধিতে এবং জলবায়ু সহনশীল কৃষি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডার্স-এর হেড অব অ্যাকাউন্টস মোঃ রায়হান কবির, যিনি উল্লেখ করেন, “এই বীজ ও জৈব সার বিতরণ কার্যক্রম প্রান্তিক নারীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে এবং তাদেরকে টেকসই কৃষি ও পরিবেশবান্ধব জীবনধারার দিকে অগ্রসর করবে।” এছাড়াও উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস এবং লিডার্স-এর অন্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ।
প্রান্তিক নারীদের মাঝে শিম, গাজর, টমেটো, লাল শাক, পালং শাক ও আলু বীজসহ জৈব সার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল কৃষি উৎপাদন বাড়াতে নয়, নারীদের দক্ষতা বৃদ্ধি, পরিবেশবান্ধব কৃষি চর্চার প্রসার এবং উপকূলীয় অঞ্চলে টেকসই জীবনযাপন নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।