
জিএম নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিবেদক: সুন্দরবন প্রেস ক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা ৪ আসনের এম পি এস এম জগলুল হায়দার কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সোমবার বিকাল ৫ টায় সুন্দরবন প্রেস ক্লাবের সংবাদিকরা এস এম জগলুল হায়দারের বাসায় যেয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মোশারফ হোসেন, সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সুন্দরবন প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আয়ূব আলী, সহসভাপতি আব্দুল হালিম, পিযুষ বাউলিয়া পিন্টু, সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মাছুম বিল্লাহ সহ অনেক মিডিয়া ব্যক্তিত্ব। এসময় এম পি জগলুল হায়দার সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।